বাবান, শহরতলীর আর পাঁচটা সাধারণ কিশোরের মতই। তার জীবনে লেগে আছে বয়সোচিত নানা সমস্যা, তার উপর আছে এক আশ্চর্য ভাইবোনের ঝামেলা। বোন আদুরীর বাড়ি আসার দিন থেকে বেচারা বাবানের যেন দুর্দিন ঘনিয়ে এসেছে। একদিন একটা দুর্ভাগ্যজনক দিনে সে স্থানীয় বাচ্চু আর সঞ্জুর সাথে ধাক্কা খায়। বাচ্চু এবং সঞ্জু বাবানকে "সঠিক প্রতিশোধ" নিতে সাহায্য করার জন্য একটি পরিকল্পনা তৈরি করে, যার পরের আরো বড় পরিকল্পনা এমন অপ্রত্যাশিত, তা বাবান স্বপ্নেও ভাবেনি। বাবান কি তাদের আসল বদ মতলব আঁচ করতে পারবে? নাকি তার কারণে বিপন্ন হবে আদুরীর জীবন,আর আক্ষেপে ডুবে যাবে বাবান, হারিয়ে তার আদরের ছোটো বোন?
****************************************
Baban is a usual suburban boy fighting with teen issues and a peculiar sibling rivalry. Life has been a pain for poor Baban ever since his sister Adoori became a part of his family. Things go south on an unsuspecting day and he bumps into local brats Bacchu and Sanju. Bacchu and Sanju hatches a plan to help Baban "exact revenge", the latter being unaware of Bacchu's bigger sinister schemes. Will Baban realize their devilish ploy or will he regret his choice and jeopardize the life of his beloved little sister?