অরিত্রতুহিন দাস পেশায় ভারতীয় রেলের বরিষ্ঠ বিভাগীয় ইঞ্জিনিয়ার। নেশায় থ্রিলার পড়া, মহাকাশ চর্চা, রেডিও, পিস্তল শুটিং, দাবা, আর ফুটবল। অপেশাদার জ্যোতির্বিদ হিসাবে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ভেরিয়েবল স্টার অবজারভার্সের পর্যবেক্ষক ও সদস্য। প্রথম প্রকাশিত বই চার-ভূত। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা নয় যার মধ্যে অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত মরণবিমা সিরিজ, ছায়াপথ, সিঁড়ি ভাঙ্গা সাপ ও স্মেল অফ বুকস পাবলিশার্স থেকে দশ-ভুতুড়ে এবং মহেশ মিত্র সিরিজ উল্লেখযোগ্য। ভারত স্কাউটস এন্ড গাইডসের সদস্য হিসাবে 2007 সালে রাষ্ট্রপতি পদক প্রাপ্ত। আরো জানতে ব্যাক্তিগত ওয়েবসাইট www.aritra.space থেকে ঘুরে আসতে পারেন।