217 দিনের ম্যাফেকিং এর অবরোধ শেষে জাতীয় নায়ক হয়ে বাড়ি ফিরেছেন ব্রিটিশ কর্নেল।
দ্বিতীয় বোর যুদ্ধে এই কীর্তি যা নিঃসন্দেহে ব্রিটিশ সেনার জন্য বাড়তি অক্সিজেন। 1800 শতকের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় নতুন করে হিরে আর সোনা পাওয়ার লোভে এলাকার দখল নিয়ে যুদ্ধ পুনরায় শুরু হয় ব্রিটিশ সেনাবাহিনী ও 2টি স্বাধীন বোর রাজ্যের মধ্যে। 13ই অক্টোবর, 1899 শুক্রবার, 8000 বোর যোদ্ধা নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তর পশ্চিম প্রদেশের রাজধানী মেফেকিং অবরোধ শুরু করলেন জেনেরাল পিয়ে ক্রনিয়ে। উদ্দেশ্য শহরে থাকা 1500 ব্রিটিশ কে সমঝে দেওয়া।
ব্রিটিশ শহর তখন কর্নেল ব্যাডেন পাওয়েল এর নেতৃত্বে। 217 দিন পর 812 জন নিজের লোক হারিয়ে অবরোধ শেষ করে গর্জন করে উঠলো ব্রিটিশ সিংহ। বিপক্ষের 2000 লোক মৃত।
কিন্তু এ রকম তো কত বাধা বিপত্তি কে হেলায় হারিয়ে উড়ে বেরিয়েছে ইউনিয়ন জ্যাক। তাহলে এ গল্প কেন?
আসলে তারপর কেটে গেছে সাত সাতটি বছর। কর্নেল তার অভিজ্ঞতা কে রেখে যেতে চাইছেন ভবিষ্যতের কাছে। চেষ্টা করছেন ব্রিটিশ বাচ্চা দের আগে থেকেই চোখ কান খোলা রেখে জঙ্গলে বেঁচে থাকার উপায় শেখানোর যা তাকে ম্যাফেকিং কে অবরোধ মুক্ত করতে সহায়তা করেছিল। তার জন্য একটা পরীক্ষা দরকার।
বৃহস্পতিবার পয়লা আগস্ট 1907, 20 জন ছেলে (মতান্তরে 21 জন) কে নিয়ে ব্রাউন সি দ্বীপে বেরিয়ে পড়লেন তার আইডিয়া কে বাস্তব রূপ দেওয়ার জন্য।
ফিরলেন 8 তারিখে, আইডিয়া সফল।
24 সে জানুয়ারি, 1908 বই আকারে বেরোল সেই আইডিয়া যা 113 বছর পরেও থেকে যাবে প্রাসঙ্গিক হয়ে।
প্রকাশ পেল স্কাউটিং ফর বয়েস। জন্ম নিলো স্কাউটিং। 10 কোটির ও উপর বিক্রি হয়েছে যা গোটা বিশ্ব জুড়ে।
ধারাবাহিক ভাবে সেই স্কাউটিং ফর বয়েস এর বঙ্গানুবাদ শুরু করলাম নিজের মতন করে।